খাবারে বিষক্রিয়া, অসুস্থ হয়ে বাড়িতে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।
পুরোপুরি সেরে ওঠার জন্য আগামী তিন দিন তিনি নিজের বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
গতকাল রোববার নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু (৭৫) গত রাতে হঠাত অসুস্থ হয়ে পড়েন।
বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলের দীর্ঘদিনের নেতা পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহে ভুগছেন। এই শারীরিক সমস্যা থেকে সেরে উঠতে চিকিৎসকদের পরামর্শে তিনি স্যালাইন নিচ্ছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল।
গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়।
Comments