পছন্দের ৫ পারফিউম

বাজেটের মধ্যে ৫ পারফিউম
ছবি: সংগৃহীত

কিছু কিছু পারফিউম কোনো স্থানে ব্যক্তি পোঁছার আগেই তার উপস্থিতি জানান দেয়। অনেক সময় পারফিউম ব্যক্তির উপস্থিতি জানান দিয়ে, তার রেশ ধরে রাখে দীর্ঘ সময় পর্যন্ত। কাজেই পারফিউম বেঁছে নিতে মাথায় রাখতে হয় বেশ কিছু বিষয়। অন্যদিকে পারফিউম কেনার সময় বাজেট নিয়েও ভাবতে হয় আলাদা ভাবে।

আজকে এমন ৫টি পারফিউম নিয়ে আলোচনা করা হয়েছে যা বাজেট এর মধ্যে, এমনকি অন্যান্য সুগন্ধি থেকেও বেশ আলাদা আবহে রাখবে আপনাকে দীর্ঘ সময়।

আরমাফ সিলেজ

ছবি: সংগৃহীত

এটি মূলত আরব আমিরাতের একটি কোম্পানি। যা দ্রুত এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন পারফিউম ব্র্যান্ডের সঙ্গে নিজের জায়গা করে নিয়েছে। এটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যেই তৈরি করা হয়েছে। পারফিউমটির সাইট্রাস মাস্কি সুগন্ধি দীর্ঘ সময় থাকে। একবার ব্যবহারে এই সুগন্ধি আপনাকে আবিষ্ট করে রাখবে টানা ৯ ঘণ্টা পর্যন্ত।

আরমাফ ক্লাব ডি নুইট ইন্টেন্স ম্যান

ছবি: সংগৃহীত

পারফিউমের তালিকাতে আরমাফ ক্লাব ডি নুইট ইন্টেন্স ম্যান অন্যতম। এর সুগন্ধি লম্বা সময় পর্যন্ত থাকে। ক্রিডের ক্ল্যাসিক এ্যাভেঞ্চার থেকে অনুপ্রাণিত হলেও এই পারফিউমটি মন জয় করেছে অনেকের। এই পারফিউমে ব্যবহার করা হয়েছে আপেল, লেবু, ভ্যানিলা ফ্লেভার, কস্তূরী এবং এক ধরণের ধোঁয়াটে গন্ধ যা আরমাফ ক্লাব ডি নুইটকে পৌঁছে দিয়েছে আলাদা অবস্থানে।

আরমাফ ক্লাব ডি নুইট ওমেন ইডিপি

ছবি: সংগৃহীত

আরমাফের শেষ এই কালেকশনটি কেবল মাত্র মেয়েদের জন্যেই। এই পারফিউমটি আপনি ব্যবহার করতে পারবেন যেকোনো আয়োজনে। এছাড়া চ্যানেলের কোকো ম্যাডোমোইসেলের সঙ্গে অনেকটাই মিলে যায় মারফামের ওমেন এই কালেকশনটি।

আরিয়ানা গ্রান্ড ক্লাউড

ছবি: সংগৃহীত

জনপ্রিয় এক গায়িকা জানিয়েছিলেন, তিনি তার উপস্থিতি তার সঙ্গীত জগতের বাইরেও তৈরি করতে পেরেছেন। আর তিনি এই অনুপ্রেরণা পেয়েছেন রুজ ৫৪০ থেকে। আর এই রুজ ৫৪০ থেকেই মূলত আরিয়ানা গ্রান্ড ক্লাউডের পথচলা শুরু। হুইপড ক্রিম, নারিকেল, ভ্যানিলাসহ আরও বেশ কিছু ভিন্ন ভিন্ন সুগন্ধির মিশ্রণ নিয়ে তৈরি করা হয়েছে আরিয়ানা গ্রান্ডের এই ব্র্যান্ডটি। মূলত ২০১৮ সাল থেকে আরিয়ানা গ্রান্ড ক্লাউড যাত্রা শুরু করে।

আল হারামাইন এ্যাম্বার উড টোবাকো ইডিশন

ছবি: সংগৃহীত

সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠা ব্র্যান্ডগুলোর মধ্যে আল হারামাইন এ্যাম্বার উড টোবাকো ইডিশন অন্যতম। ইতোমধ্যে বাংলাদেশে চলছে তাদের ব্র্যান্ডের নানা কার্যক্রম। মূলত মাটি, ভ্যানিলা, কোকো ও তামাকের নির্জাসের সুগন্ধি থেকে তৈরি করা হয়েছে এই পারফিউমটি।

অনুবাদ করেছেন ফারিন সুমাইয়া

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago