পোশাকে-সাজে ভালোবাসার রং

ভালোবাসা দিবসের পোশাক
ছবি ও পোশাক: আড়ং

ভালোবাসা কী? কেউ বলে এটা অনুভূতির এক রহস্যময় দোলাচল, কেউ বলে এটা নীরবতার ভাষা। ভালোবাসার রং কী? লাল, নীল নাকি গোলাপি? আসলে ভালোবাসার নির্দিষ্ট কোনো রং নেই। তবে ভালোবাসা দিবসে আমরা রঙের খেলা দেখি পোশাকে, সাজে, এমনকি মানুষের চোখে-মুখে।

বসন্তের প্রথম দিনে, ভালোবাসা দিবসের হাওয়ায় যেন এক অন্য রকম উষ্ণতা। চারপাশে ফুলের রং, প্রকৃতির রং আর মানুষের মনের রং মিলেমিশে একাকার। এই দিনে সাজপোশাকও দেখা মেলে রঙের উৎসবের। এবার ট্রেন্ড বলছে লালের সঙ্গে যুক্ত হচ্ছে পেস্টেল টোন- ল্যাভেন্ডার, পিচ, মিন্ট গ্রিন এই রংগুলো। ভালোবাসা দিবস বলে কথা, বেছে নিতে পারেন গাঢ় মেরুন বা কোরাল রেড যেন ভালোবাসার গভীরতা প্রকাশ পাবে কাপড়ে। 

ভালোবাসা দিবসের সাজ
পোশাক: আড়ং। ছবি: আদনান রহমান

পোশাক কেবল কাপড় নয়, এটি এক ভাষা। বর্তমানে মানুষ আরামদায়ক পোশাককে প্রাধান্য দিচ্ছে বেশি। কটন, লিনেন, এমনকি পরিবেশবান্ধব রিসাইকেল ফ্যাব্রিকও জায়গা করে নিচ্ছে ফ্যাশনে। নারীরা বেছে নিতে পারেন হালকা হাতের কাজে সুতি শাড়ি, জামদানি, মণিপুরী, সিল্কের মত আরামদায়ক শাড়িগুলো। কুর্তা-পালাজো, ফিউশন ড্রেসগুলো যেন আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। কয়েক বছর ফ্লোরাল প্রিন্ট বেশ জনপ্রিয়, এবারও তার ধারাবাহিকতা বজায় আছে।  তবে মিডি ড্রেস, গাউন, বডিকন, ফ্রকের মত ওয়েস্টার্ন পোশাক ভালোবাসা দিবসে বেছে নিতে পারেন। রাতে ডিনার ডেটে নিজেকে স্পেশাল করে তুলতে নির্বাচন করতে পারেন গাঢ় রঙ আর জমকালো ড্রেস। 

ছেলেদের পোশাকেও এবার আধুনিকতার নতুন ছোঁয়া । ঐতিহ্যগত পাঞ্জাবির সঙ্গে যুক্ত হয়েছে স্ট্রাকচার্ড ডিজাইনের ব্লেজার, যা পরিপাটি আর স্টাইলিশ লুক দেবে আপনাকে। ভালোবাসা দিবসে বেছে নিতে পারেন কালার ব্লক পাঞ্জাবি। ক্লাসিক লালের পাশাপাশি আসমানি, পিচ, ল্যাভেন্ডার কিংবা মেরুন রঙের পাঞ্জাবি হতে পারে আপনার ভ্যালেন্টাইন ড্রেস। যারা ওয়েস্টার্ন স্টাইল পছন্দ  করেন, তারা বেছে নিতে পারেন স্ট্রাকচারড শার্ট, ট্রাউজার আর ওভারসাইজ কোট, যা আপনাকে দেবে ট্রেন্ডি লুক। পায়ের জন্য লো-প্রোফাইল স্নিকার্স কিংবা হ্যান্ডক্রাফটেড লোফারই মূল ট্রেন্ড হয়ে উঠেছে সমসাময়িকে। ভালোবাসা দিবসের ডিনারে রোমান্টিক লুক চাইলে ছেলেরা পরতে পারেন সেমি-ফর্মাল ব্লেজার, যা স্টাইল আর পরিশীলিত ভাব একসঙ্গে ফুটিয়ে তুলবে।

আড়ং
পোশাক: আড়ং। ছবি: আদনান রহমান

মেকআপের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। গাঢ় লিপস্টিক, স্মোকি আইশ্যাডো নয় বরং এবার আলো ছড়ানো ডিউই স্কিন, হালকা ব্লাশ আর গ্রাফিক আইলাইনারের দিকে ঝুঁকেছে সবাই। চুল বাঁধার ধরনেও এসেছে নতুনত্ব। মেসি বান, খোলা ঢেউ খেলানো চুল কিংবা স্ট্রেট হেয়ার এখন বেশ ট্রেন্ডে আছে।

আর ভালোবাসা দিবসের আসল সংযোজন হলো ফুল। কেউ প্রিয়জনের দেওয়া গোলাপ হাতে নিচ্ছেন, কেউ বা চুলে গুঁজে দিচ্ছেন একগুচ্ছ রজনীগন্ধা। রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোকানগুলো যেন একেকটা গল্পের জন্ম দেয়। ভালোবাসা কেবল লাল নয়, সূর্যের মতো প্রখরও হতে পারে!

ভালোবাসা দিবসের সাজপোশাক শুধু ফ্যাশনের বিষয় নয়, এটি এক অভিব্যক্তি। এটি জানান দেয়, ভালোবাসা শুধুই অনুভূতি নয়, এটি এক অনিবার্য উচ্ছ্বাস। তাই এই বিশেষ দিনে নিজেকে সাজান, ভালোবাসার রঙে রাঙান আর একদিনের জন্য হলেও হারিয়ে যান এক অন্য জগতে। যেখানে ভালোবাসা শুধু হৃদয়ে নয়, প্রতিটি রঙে, প্রতিটি হাসিতে, প্রতিটি স্পর্শে।

 

Comments

The Daily Star  | English

Gaza civil defence says Israeli forces kill 23

Among the casualties were three children who were killed in an air strike on a home in Jabalia, northern Gaza

58m ago