প্রিয় ব্যক্তিত্ব আরজ আলী মাতুব্বর
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মামুনুর রশীদ। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্যদল। শ্রেণিসংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার আদায়ের আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে নাটক লিখে ও নির্দেশনা দিয়ে বাংলাদেশের নাট্য জগতে মামুনুর রশীদ হয়ে উঠেছেন অপরিহার্য।
নাটক লেখা ও নির্দেশনার পাশাপাশি অভিনয়েও সমান পারঙ্গম মামুনুর রশীদ। তার প্রাপ্তির ঝুলিতে দর্শকসমাজের নন্দিত প্রশংসা ছাড়াও রয়েছে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো অর্জন। অভিনয়ের ময়ূর সিংহাসনে আজো সগৌরবে বিরাজ করছেন তিনি। মামুনুর রশীদের প্রিয় ১০টি বিষয়–
প্রিয় বই
নিকোলাই অস্ত্রোভস্কির 'ইস্পাত'। এছাড়া বাংলা সাহিত্য থেকে বলা যায় সৈয়দ ওয়ালীউল্লাহর 'লাল সালু'।
প্রিয় লেখক
বহু লেখক রয়েছেন। এভাবে প্রিয় লেখক তো বলা মুশকিল। সৈয়দ ওয়ালীউল্লাহর কথাই বলি!
প্রিয় সিনেমা
সোফিয়া লরেনের 'টু উইমেন'।
প্রিয় অভিনয়শিল্পী
ডাস্টিন হফম্যান।
প্রিয় গান
মূলত লালনের গানই প্রিয়।
প্রিয় সংগীতশিল্পী
বাংলাদেশের অদিতি মহসীন।
প্রিয় কবি
নির্মলেন্দু গুণ।
প্রিয় ব্যক্তিত্ব
আরজ আলী মাতুব্বর।
প্রিয় কাজ
অবশ্যই অভিনয়।
প্রিয় সংলাপ
বহু সংলাপ তো আছে, আমারই নাটক 'ইবলিশ' এর ছোট্ট একটি সংলাপ বলি– 'চোখের পানিটা পর্যন্ত গরীব মানুষের শত্রু।'
Comments