পর্যটন দিবসে কুয়াকাটার হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড়

কুয়াকাটাতে ছোট-বড় ১৭০টির বেশি হোটেল আছে। এগুলোর ধারণক্ষমতা ১৫ থেকে ২০ হাজার। ছুটির দিনে অসংখ্য পর্যটক আসায় অনেককে পাশের বাসাবাড়ি, গাড়ির ভেতরে রাত কাটাতে হয়। অনেকে সারাদিন ভ্রমণ শেষে রাতে ফিরে যান।
কুয়াকাটা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাত দিন পর্যটকরা কুয়াকাটার হোটেল-মোটেলে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। ছবি: স্টার ফাইল ফটো

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটিকে ঘিরে পটুয়াখালীর কুয়াকাটার হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাত দিন পর্যটকরা এ ছাড়ের সুবিধা পাবেন বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক কর্তৃপক্ষ।

আগামী ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিন দিনের ছুটি পাচ্ছেন অনেকে। তিন দিনের ছুটি পেয়ে ভ্রমণ পিপাসুরা কুয়াকাটায় হোটেল-মোটেলে অগ্রিম বুকিং করছেন। এখানকার হোটেল-মোটেলগুলোর ৮০ শতাংশ রুম ইতোমধ্যে বুকড হয়েছে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ দ্য ডেইলি স্টারকে জানান, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় সংগঠনটির পক্ষ থেকে শোভাযাত্রাসহ বেশকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'আমরা আশা করছি, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তিন দিন সরকারি ছুটির কারণে বিগত বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক আসবে। ইতোমধ্যে ২৭ সেপ্টেম্বরের পর থেকে এখানকার অধিকাংশ হোটেল-মোটেলের ৮০ শতাংশ রুম বুকড হয়ে গেছে। পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা দিতেও এখানকার পর্যটন ব্যবসায়ীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।'

সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় কুয়াকাটা নিয়ে পর্যটকদের আগ্রহ আগের তুলনায় বেড়েছে। বিগত বছরগুলোয় বিশেষ বিশেষ দিনে আমরা পর্যটকদের জন্য বিশেষ অফার দিয়ে থাকি। বর্ষায় কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকে। তাই তাদের আকৃষ্ট করতে আমরা ছাড়ের ঘোষণা দিয়েছি। আশা করছি, কুয়াকাটায় কাঙ্ক্ষিত পর্যটকের আগমন ঘটবে।'

হোটেল সাউথ বাংলার ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ সাকিব ডেইলি স্টারকে বলেন, 'আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনের জন্য এখন পর্যন্ত ৯০ শতাংশ এবং ৩০ সেপ্টেম্বর ৮০ শতাংশ রুম বুকড হয়েছে।'

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেল-মোটেলগুলোর ৮০ শতাংশ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ কক্ষ বুকড হয়ে গেছে। এ সব কিছুই পদ্মা সেতু ও নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থার সুফল।'

হোটেল বনানী প্যালেসের পরিচালক মোহাম্মদ শাহিন খান ডেইলি স্টারকে বলেন, 'আমরা সরকারি ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে ভালো বুকিং পাচ্ছি। ইতোমধ্যে আমাদের ৮০ শতাংশ রুম বুকড হয়েছে।'

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির তথ্য মতে, কুয়াকাটাতে ছোট-বড় ১৭০টির বেশি হোটেল আছে। এগুলোর ধারণক্ষমতা ১৫ থেকে ২০ হাজার। ছুটির দিনে অসংখ্য পর্যটক আসায় অনেককে পাশের বাসাবাড়ি, গাড়ির ভেতরে রাত কাটাতে হয়। অনেকে সারাদিন ভ্রমণ শেষে রাতে ফিরে যান।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ডেইলি স্টারকে জানান, আশা করছি, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় উল্লেখযোগ্য পর্যটক আসবেন। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে বারবার পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'বর্ষায় সাগর কিছুটা উত্তাল থাকায় আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নিয়েছি।'

Comments