বর্ষায় প্রাণ ফিরেছে রাঙ্গামাটির ঝরনাগুলোর

রাঙ্গামাটি
ছবি: রিকোর্স চাকমা/স্টার

বর্ষায় অপরূপ রূপে সেজেছে পাহাড় ও প্রকৃতি। প্রাণ ফিরেছে রাঙ্গামাটির পাহাড়ের ঝরনাগুলোর। প্রতিটি পাহাড় থেকে ঝরে পড়ছে স্নিগ্ধ জলধারা। সেই জলধারার টানে ঝরনাগুলোতে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা

রাঙ্গামাটি সদর থেকে ২০ কিলোমিটার দূরে বরকল উপজেলাধীন শুভলং ইউনিয়নের শিলার ডাক এলাকায় কাপ্তাই লেকের কোল ঘেঁষে রয়েছে শুভলং ঝরনাসহ ছোট ছোট বেশ কয়েকটি ঝরনা। এসব ঝরনায় প্রতিদিন স্থানীয় লোকজনসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা ভিড় জমাচ্ছেন।

কেউ কেউ ইঞ্জিনচালিত বোটে করে, কেউ লঞ্চ আর কেউ স্পিড বোটে করে কাপ্তাই লেকে ভ্রমণ করে এসব ঝরনায় যাচ্ছেন। বিশেষ করে শুক্র ও শনিবারে ঝরনাগুলোতে পর্যটকদের ভিড় বেশি হয়।

সম্প্রতি শুভলং শিলার ডাক ঝরনায় গিয়ে কথা হয় ঢাকা থেকে আসা ইসরাত জাহানের সঙ্গে।

তিনি বলেন, 'বন্ধুরা মিলে বেড়াতে এসেছি। এই গরমে ঝরনার পানিতে ভিজে খুব ভালো লেগেছে।'

আরাফাত নোমান বলেন, 'ঢাকায় সহকর্মীদের কাছে এই ঝরনা ও জায়গাটা সম্পর্কে শুনেছি। আমরাও পরিকল্পনা করে চলে এসেছি। ঝরনার পানিতে ভিজলাম। অনেক ভালো লাগছে। এটা বলে আসলে বোঝানো যাবে না।'

শুভলং ঝরনার টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুফল চাকমা বলেন, 'এখন বর্ষা মৌসুম, বৃষ্টি হলে ঝরনায় পানি বাড়ে। আর ঝরনায় পানি থাকলে পর্যটকরা আসেন। এই সপ্তাহ থেকে পর্যটকরা বেশি আসছেন। অনেক সময় দৈনিক প্রায় ৩০০ থেকে এক হাজার পর্যন্ত পর্যটক হয়। আমাদের ব্যবসাও মোটামুটি ভালো যাচ্ছে।'

শুধু শুভলং ঝরনা নয়, জেলার ১০টি উপজেলায় ছোটবড় প্রায় ২০টির বেশি ঝরনা রয়েছে। সেসব ঝরনায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

 

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 2:00pm today until 12:00pm tomorrow

1h ago