চারুশিল্পী ও শিক্ষার্থীদের শ্রদ্ধায় সিক্ত সমরজিৎ রায়চৌধুরী

চারুকলা অনুষদে সমরজিৎ রায়চৌধুরীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ‍‍সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: স্টার

চারুশিল্পী ও শিক্ষার্থীদের শ্রদ্ধায় সিক্ত হলেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী৷

আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শ্রদ্ধা নিবেদন করা হয় খ্যাতনামা এ শিল্পীর প্রতি৷

চারুকলা অনুষদে সমরজিৎ রায়চৌধুরীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ‍‍সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেখানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আক্তারজ্জামান৷

শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুন নবী, হাশেম খান, আবুল বারক আলভী, ফরিদা বেগম, অলকেশ ঘোষ, কনকচাপা চাকমা প্রমুখ৷

ঢাবি চারুকলা অনুষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডিন নিসার হোসেন৷ চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ, ছাপচিত্র বিভাগ, ভাস্কর্য বিভাগ, কারুশিল্প বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, মৃৎশিল্প বিভাগ এবং শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও শ্রদ্ধা নিবেদন করেন৷

সমরজিৎ রায়চৌধুরী। ছবি: সংগৃহীত

চারুকলা অনুষদ থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণে৷ সেখানে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ রাখা হবে। 

গতকাল দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী।

রাজধানীর সবুজবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago