একুশ বছরে বাতিঘর 

গত ১৭ জুন একুশ বছরে পা রাখে বাতিঘর। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার ঢাকা বাতিঘরে চলছে বিশেষ উৎসব। রাত ৮টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের অষ্টম তলায় আলাপ আড্ডা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে এ আনন্দ উদযাপন হবে।

বাতিঘরের প্রধান ৪ পুস্তক বিপণিতে প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বাতিঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাতিঘরে এবার আরও বড় উৎসব করা হবে। হবে পাঠক লেখক শিল্পী সাংবাদিকসহ সব পেশা ও শ্রেণির মানুষের মিলনমেলা। ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ধরে চলবে নানা আয়োজন। তার মধ্যে রয়েছে চার বিভাগীয় শহরে বইমেলা আয়োজন, বই নিয়ে নানা ধরনের অনুষ্ঠান ও প্রকাশনা।

বই বিক্রির পাশাপাশি ২০১৭ সালে বাতিঘর একটি পূর্ণাঙ্গ প্রকাশনা সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। ইতোমধ্যে বাতিঘর ৪০০-র বেশি বই প্রকাশ করছে। বাতিঘর ইউরোপ-আমেরিকার প্রকাশকদের সঙ্গে আন্তর্জাতিক চুক্তিতে বই প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে।

উল্লেখ্য ২০০৫ সালের ১৭ জুন চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড়ের মোড়ে স্বল্প পুঁজি আর অল্প বই নিয়ে যাত্রা শুরু হয়েছিল বাতিঘরের। বাংলা একাডেমি অমর একুশে বইমেলায় বরাবর নানা ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে আসছে বাতিঘর। এ বছর, অর্থাৎ ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত একুশে বইমেলায় প্যাভিলিয়ান ক্যাটাগরিতে সবচেয়ে দৃষ্টিনন্দন নকশা ও সজ্জার জন্য পুরস্কার লাভ করেছে বাতিঘর।

Comments

The Daily Star  | English
political parties support election drive

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

15h ago