আবুল মনসুর আহমদ স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ ও তর্কজালের উদ্যোগে দ্বিতীয়বারের মতো জাতীয় বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার ১ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। 

'আবুল মনসুর আহমদ বক্তৃতা প্রতিযোগিতা ২০২৫' শীর্ষক এই প্রতিযোগিতার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে —গণঅভ্যুত্থান পরবর্তী 'বাংলাদেশের কালচার'।

প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। আগে যারা কোনো প্রবন্ধ বা বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তারা এতে অংশ নিতে পারবেন না।

এই প্রতিযোগিতায় দুইটি পর্ব থাকছে।

প্রথম পর্বে অংশগ্রহণকারীদেরকে ৪-৫ মিনিটের একটি ভিডিও বক্তব্য গুগল ড্রাইভে আপলোড করতে হবে। তারপর সেই ফাইলের লিংকটি ইমেইলের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে

[email protected] অথবা

[email protected] অ্যাড্রেসে। 

ইমেইলে প্রতিযোগীর নাম, পরিচয়, বয়স ও ফোন নম্বরসহ বক্তব্যের বিষয় উল্লেখ করতে হবে।

ইমেইল পাঠানোর সময়সীমা ৩০ জুলাই।

শীর্ষ ২০ জনকে নিয়ে ঢাকায় দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের আয়োজন করা হবে। সেখান থেকে ১০ জন নির্বাচিত হবেন।

প্রথম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ১৫ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ১২ হাজার, তৃতীয় পুরস্কার ১০ হাজার, চতুর্থ পুরস্কার ৫ হাজার এবং পঞ্চম ৩ হাজার টাকা।

প্রত্যেক বিজয়ীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। বাকি ৫ জন উপহার হিসেবে পাবেন নগদ এক হাজার টাকা, সনদ ও বই পুরস্কার।

চূড়ান্ত বাছাই শেষে এ বছর সেপ্টেম্বরে আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে পুরস্কার হস্তান্তরের বিষয়টি ফেসবুক পেজে ও ফোনে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য আবুল মনসুর আহমদের রচনার মধ্যে আছে 'আয়না', 'আসমানী পর্দা', 'গালিভারের সফরনামা' ও 'ফুড কনফারেন্স'। 'বাংলাদেশের কালচার'সহ আরও আছে বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর লেখা। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে 'আত্মকথা' ও 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'। বাংলা একাডেমিতে 'আবুল মনসুর আহমদ রচনাবলি' পাওয়া যাচ্ছে।

তার রচিত অন্যান্য বইগুলো প্রথমা ও রকমারিতে পাওয়া যাবে।

Comments

The Daily Star  | English

Panic grips NBR officials

The relief that followed the end of a disruptive strike by tax officials at the National Board of Revenue has quickly given way to anxiety and regret, as the government started a clampdown on those involved.

13h ago