‘রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা’ বইয়ের মোড়ক উন্মোচন

গণঅভ্যুত্থান পরবর্তী ‘রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা’ বইয়ের মোড়ক উন্মোচন

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই অথবা চাই না এবং ভাষা ও গণতন্ত্র কেমন হওয়া উচিত, গণমানুষের আকাঙ্ক্ষা কী, শিক্ষা ও সংস্কৃতির অবস্থান কোথায়? এমন প্রশ্নের জবাবকে প্রাধান্য দেওয়া  'রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা' সম্পাদিত বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গীতিকার ও লেখক শহিদুল্লাহ ফরায়জীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে 'বিক্ষুব্ধ কবি লেখক সমাজ'র আয়োজনে ইতিহাস ও চিন্তার সমন্বয়ে 'ভাষা ও গণতন্ত্র, রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা' শীর্ষক সংকলনটির প্রধান সম্পাদক কবি ও সাংবাদিক আবিদ আজম এবং সম্পাদক কবি ও গবেষক ইমরান মাহফুজ। বইটি প্রকাশ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এখানে মোট ৪০ জন লেখকের লেখা স্থান পেয়েছে।

আয়োজনে আলোচক হিসেবে ছিলেন ড. কাজল রশীদ শাহীন, গবেষক খান মো. রবিউল আলম, শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন, গবেষক আলমগীর খান, প্রাবন্ধিক রেজাউল করিম রনি, কবি মঈন মুন্তাসির, গবেষক শামস আরেফিন, কবি রেজাউল করিম শেখ, সুমন রেজা, শাহাদাত সুফল ও ফরিদ উদ্দিন রনি। কবিতা আবৃত্তি করেন রিয়াজ ইনসান, তানজীনা ফেরদৌস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারিন শিরিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তর আমাদের সবচেয়ে বড় ভিত্তি। এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে গণমানুষের মধ্যে সর্বাত্মক ভাবে প্রতিষ্ঠিত করা কবি-লেখক-গবেষকদের অন্যতম দায়িত্ব।‌ এই সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সংকলনের বিশেষ ভূমিকা রয়েছে।

সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে রাষ্ট্রচিন্তা, গণতন্ত্র, নারী স্বাধীনতা, ভাষা ও শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, নদী ও প্রকৃতি, সমকালীন রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ। লেখাগুলোতে একদিকে যেমন উঠে এসেছে গণআন্দোলনের অভিজ্ঞতা, তেমনি প্রতিফলিত হয়েছে বর্তমান সময়ের সংকট ও ভবিষ্যতের করণীয়।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে প্রকাশিত ‘রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা’, প্রচ্ছদ করেছেন মনন মোর্শেদ, বইয়ের দাম ৫৮০

লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দীন উমর, ফরহাদ মজহার, নুরুল কবীর, আনু মুহাম্মদ, মাহফুজ আনাম, সাঈদ ফেরদৌস, আহমাদ মোস্তফা কামাল, রাউফুল আলম, তুহিন ওয়াদুদ, আবুল ফজল, আর রাজী, শুভ কিবরিয়া, সামিনা লুৎফা, মুহাম্মদ আসাদুজ্জামান, কাজল রশীদ শাহীন, জাহেদ উর রহমান, আমীন আল রশীদ, আলমগীর খান, শামস আরেফিনসহ অনেকে।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, ইতিহাসকে ধারণ না করলে নতুন প্রজন্ম রাষ্ট্রকে সঠিকভাবে বুঝতে পারবে না। 'ভাষা ও গণতন্ত্র, রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা' সেই ইতিহাসের দলিল, যা পাঠকের কাছে পৌঁছে দেবে সংগ্রামের গভীর তাৎপর্য এবং আগামীর পথচলার বার্তা।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

5h ago