বিহারে ধর্মীয় শোভাযাত্রায় দ্রুতগামী ট্রাক, শিশুসহ নিহত ১২

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলার ধর্মীয় শোভাযাত্রায় একটি দ্রুতগামী ট্রাক উঠে পড়ে নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলার ধর্মীয় শোভাযাত্রায় একটি দ্রুতগামী ট্রাক উঠে পড়ে নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। ছবি: এএনআই'র সৌজন্যে
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলার ধর্মীয় শোভাযাত্রায় একটি দ্রুতগামী ট্রাক উঠে পড়ে নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। ছবি: এএনআই'র সৌজন্যে

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলার ধর্মীয় শোভাযাত্রায় একটি দ্রুতগামী ট্রাক উঠে পড়ে নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে আজ ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল রোববার রাতে উত্তর বিহার জেলার দেসরি থানার আওতাধীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে রাস্তার পাশের একটি অশ্বত্থ গাছকে ঘিরে স্থানীয় রীতি অনুযায়ী 'ভূমিয়া বাবা'র পূজার আয়োজন করা হয়েছিল। ওই পূজায় অংশ নিতে অংশগ্রহণকারীরা শোভাযাত্রা করে সেখানে পৌঁছানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটার বার্তায় এই দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের জন্য পরিবারপ্রতি ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

এই নির্বাচনী এলাকার লোকসভা সদস্য মুকেশ রৌশন ঘটনাস্থলে গিয়ে বলেন, 'অন্তত ৯ জন ঘটনাস্থলেই মারা গেছেন। আরও বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাজিপুরের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়।'

আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের পাটনার হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

বৈশালীর পুলিশ সুপার মনীষ কুমার বলেন, 'ট্রাকের চালক মাহনার-হাজিপুর মহাসড়ক দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারান। তিনি এখনো বিধ্বস্ত ট্রাকের ভেতর আটকে আছেন। আমাদের আশঙ্কা তিনিও মারা গেছেন।'

স্থানীয়রা দাবি করেছেন, নিহতদের মধ্যে অন্তত ৪ শিশু আছে।

 

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

11h ago