নিরাপত্তারক্ষী পুলিশের গুলিতে ওডিশার স্বাস্থ্যমন্ত্রী আহত

ভারতের ওডিশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে (৫৭) তার নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্য গুলি করে আহত করেছে।
উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস। ছবি: সংগৃহীত

ভারতের ওডিশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে (৫৭) তার নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্য গুলি করে আহত করেছেন।

আজ রোববার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগর শহরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় কিশোর দাসকে গুলি করেন ওই পুলিশ কর্মকর্তা।

ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, 'পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোপাল দাস স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান।'

এএসআই গোপাল তার সার্ভিস রিভলভার দিয়ে খুব কাছ থেকে গুলিটি চালিয়েছিলেন। তাকে আটক করা হয়েছে।

বুকে গুলিবিদ্ধ কিশোর দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে নেওয়া হয়েছে।

ভোই বলেন, 'ব্রজরাজনগরে গুলির ঘটনায় স্থানীয় থানার একজন পরিদর্শক এবং অপর একজনও আহত হয়েছেন।'

এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ওডিশায় সরকার গঠন করেছে একটি আঞ্চলিক দল বিজু জনতা দল।

Comments