পেলোসির সফরের পর প্রথম তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী

হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বহুল আলোচিত তাইপে সফরের পর তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা দিয়ে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন রণতরী
তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী অ্যান্টিট্যাম। ছবি: রয়টার্স

হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বহুল আলোচিত তাইপে সফরের পর তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা দিয়ে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেন, গতকাল মার্কিন নৌবাহিনীর ২টি রণতরী চ্যান্সেলরসভাইল ও অ্যান্টিট্যাম তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা শুরু করে।

এ যাত্রায় সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা সময় লাগে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, চীনের সেনাবাহিনী মার্কিন যুদ্ধজাহাজের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

চীনের প্রবল আপত্তি সত্ত্বেও গত এক মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন গত বৃহস্পতিবার তাইওয়ান সফরে যান।

স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে। তবে তাইওয়ানের গণতান্ত্রিক সরকার জানিয়েছে, দ্বীপের ২ কোটি ৩০ লাখ মানুষ তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত আগস্টে পেলোসির তাইপে সফরকে কেন্দ্র করে বেইজিং তাইওয়ানের চারপাশে ৪ দিনের সামরিক মহড়ার আয়োজন করলে বৈশ্বিক উত্তেজনা দেখা দেয়।

পেলোসির সফরের এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আরও ৫ আইনপ্রণেতা তাইপে সফরে এলে বেইজিং মহড়ার সংখ্যা বাড়িয়ে দেয়। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে মহাপ্রাচীরের দেশটি।

Comments