করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ফাইল ছবি: রয়টার্স
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ফাইল ছবি: রয়টার্স

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, বুধবার সকালে ৯৭ বছর বয়সী সাবেক এই নেতার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে দেশটির জাতীয় হৃদযন্ত্র ইন্সটিটিউটে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসক দলের উপদেশ অনুযায়ী আগামী কয়েকদিন মাহাথির হাসপাতালে ভর্তি থাকবেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বর্ষীয়ান এই নেতা আগেও হৃদযন্ত্রের সমস্যায় ভুগেছেন। জানুয়ারিতে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

মাহাথির করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলে জানা গেছে।

মাহাথির ২ মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ থেকে এবং আবারও ২০১৮ সালের মে মাসে। সে বছর বিরোধীদলীয় জোটের নেতা হিসেবে ২ বছর ক্ষমতায় থাকার পর আভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে জোটের পতন হলে তিনি পদত্যাগ করেন।

 

Comments