উত্তর কোরিয়ার আরও ২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কিম জং উন
সামরিক কাহিনীর কর্মকর্তাদের নিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: এসিএনএ/রয়টার্স

উত্তর কোরিয়া ২টি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন এসব ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পিয়ংইয়ংকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন।

আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। 'কৌশলগত পরমাণু বোমা বহনযোগ্য' ক্ষেপণাস্ত্রগুলো কোরিয়ান পিপলস আর্মির সক্ষমতা আরও বাড়াবে।

এতে আরও বলা হয়, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার দূরে সাগরে পড়েছে।

নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে 'শক্রদের' জন্য পরিষ্কার সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে কিম জং উন বলেছেন, তার দেশের পরমাণুশক্তি সম্পন্ন সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার কাজ চলমান থাকবে।

গত ৩ সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

11h ago