‘আগের দিন জানতে পারি, আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে’

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি জানতে পেরেছিলেন তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি জানতে পেরেছিলেন তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

লাহোরের শওকত খানম হাসপাতালে একটি টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইমরান খান বলেন, 'হামলার বিস্তারিত নিয়ে আমি পরে কথা বলব। হামলার আগের দিন আমি জানতে পারি, গুজরাটের ওয়াজিরাবাদে আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।'

পিটিআই প্রধান ইমরান খান তার ভাষণের সময় পিএমএল-এন এবং পিপিপি'র তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তারা উভয়ই ব্যাপক দুর্নীতি করেছে এবং দেশের ঋণের পরিমাণ বাড়িয়েছে।

তিনি বলেন, মানুষ আমাকে ভোট দিয়েছিল, কারণ জনগণ তাদের ওপর বিরক্ত ছিল। কিন্তু, প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, তারা পরিবর্তন করবে এবং তাদের ফিরিয়ে আনার।

তিনি বলেন, প্রশাসন জনগণের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে অভ্যস্ত ছিল। কিন্তু, এবার তারা হতবাক হয়েছে যে, গত ৪০ বছর ধরে যারা চুরি করছে জনগণ তাদের সঙ্গে নেই।

Comments