দক্ষিণ এশিয়া

ইমরান খানের বিরুদ্ধে আইনজীবী হত্যার মামলা খারিজ

ইমরান খানের আইনজীবী নাঈম পানজুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’
রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন ইমরান। ফাইল ছবি: রয়টার্স
রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন ইমরান। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ খারিজ করেছে। ইমরান খানের আইনজীবী এ তথ্য জানান।

আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্সে এই তথ্য জানিয়েছে।

ইমরান খানের আইনজীবী নাঈম পানজুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, 'আল্লাহর কাছে শুকরিয়া জানাই।'

তিনি আরও জানান, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় ইমরানের বিরুদ্ধে এক আইনজীবীকে হত্যার অভিযোগ আদালতে খারিজ হয়েছে।

জুনে এই হত্যা মামলায় অভিযুক্ত হন ইমরান খান। ২০২২ এর এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে ১০০'র চেয়েও বেশি মামলা দায়ের করা হয়েছে।

ইমরান খান আপাতত তোষাখানা মামলায় কারাদণ্ড ভোগ করছেন।

বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার কারণে ইমরানকে এমন ভাগ্য বরণ করতে হচ্ছে।

এছাড়াও, আজ সোমবার অপর একটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত রাখার আবেদনের রায় দেবে ইসলামাবাদের হাই কোর্ট।

 

Comments

The Daily Star  | English

Army now has public trust as it stands by the people: PM

Prime Minister Sheikh Hasina today said the country's army has earned public trust and confidence by standing beside the people

44m ago