ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে নিহত ৪৬, আহত ৭০০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে আজ সোমবার ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছে। এই ঘটনায় প্রায় ২০ জন নিহত ও আরও অন্তত ৩০০ ব্যক্তি আহত হয়েছেন বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
ভূমিকম্প হওয়ার পর দালান থেকে সবাইকে বের করে আনা হয়। ছবি: রয়টার্স
ভূমিকম্প হওয়ার পর দালান থেকে সবাইকে বের করে আনা হয়। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে আজ সোমবার ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছে। এই ঘটনায় অন্তত ৪৬ জন নিহত ও আরও অন্তত ৭০০ ব্যক্তি আহত হয়েছেন বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পশ্চিম জাভার সিয়ানজুর শহরে। 

সিয়ানজুর প্রশাসনের প্রধান কর্মকর্তা হেরমান সুহেরমান বলেন, 'আমার কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী শুধু একটি হাসপাতালেই প্রায় ২০ জন মারা গেছেন এবং অন্তত ৩০০ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই দালানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে হাড়ে চিড় ধরেছে'

 

Comments