বরিশালে ঢাকাগামী লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিখোঁজ ২

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মর্নিংসান লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বাল্কহেডটি ডুবে যায় এবং এর অন্তত ২ কর্মী নিখোঁজ হন।
বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মর্নিংসান লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বাল্কহেডটি ডুবে যায় এবং এর অন্তত ২ কর্মী নিখোঁজ হন।

তবে লঞ্চের প্রায় দেড় শতাধিক যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে বানারীপাড়া উপজেলার খেজুরতলা এলাকায় সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষে লঞ্চটির তলা ফেটে গেছে। লঞ্চটিকে উজিরপুরের চৌধুরীহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে যাত্রীদের নামানো হয় এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডেইলি স্টারকে জানান, লঞ্চটিতে পানি উঠতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তাদের চৌধুরীহাটে নামিয়ে দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চ থেকে যাত্রীদের ও মালামাল নামিয়ে আনার কাজ চলছিল বলে জানান তিনি।

Comments