চকবাজারে আগুনে ৫-৬ জন নিখোঁজের দাবি স্বজনদের

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার আগুনের ঘটনায় ৫-৬ জন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন স্বজনরা।

স্বজনদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, নিখোঁজ ওই ৫-৬ জন কারখানার নিচে থাকা 'বরিশাল হোটেলের' কর্মচারী।

নিখোঁজ স্বপনের (২২) ভাই মানিক দ্য ডেইলি স্টারকে জানান, রাতে ডিউটি করে হোটেলের দ্বিতীয় তলায় সকাল ১১টার দিকে ঘুমাচ্ছিলেন তার ভাই। আগুন লাগার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

আরেক নিখোঁজ হোটেল কর্মচারী বিল্লালের ভাই আইয়ুব আলী ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই রাতে ডিউটি করে হোটেলের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। আগুনের পর আর তাকে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ওসমানের ভাই ইকবালও একই দাবি করেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এই আগুন লাগে। ২টার ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি ডেইলি স্টারকে বলেন, 'ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।'

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্লাস্টিক কারখানার নিচের 'বরিশাল হোটেল' থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, 'প্লাস্টিক কারখানা এবং সংলগ্ন ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। এসব স্থাপনা খুবই ঝুঁকিপূর্ণ।'

তিনি বলেন, 'এই ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করবে।'

আগুনে হতাহতের ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নেভার পর আমরা বিস্তারিত বলতে পারবো।'

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

50m ago