চকবাজারে হার্ডওয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারে হার্ডওয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১০টা ৪৪ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Inside the lives of ride-sharing drivers

On the bustling streets of Dhaka, where traffic moves like molasses and the air hangs heavy with exhaust fumes, a new breed of urban warriors has emerged.

13h ago