চকবাজারে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার দুপুর ২টার ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।'
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্লাস্টিক কারখানার নিচের 'বরিশাল হোটেল' থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, 'প্লাস্টিক কারখানা এবং সংলগ্ন ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। এসব স্থাপনা খুবই ঝুঁকিপূর্ণ।'
তিনি বলেন, 'এই ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করবে।'
আগুনে হতাহতের ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নেভার পর আমরা বিস্তারিত বলতে পারবো।'
Comments