উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিভেছে

রাজধানীর গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের অষ্টম তলার আগুন নিভেছে।
উত্তর সিটি করপোরেশন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের অষ্টম তলার আগুন নিভেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে এই আগুন পুরোপুরি নিভে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

ডিএনসিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'অষ্টম তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুমে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে জেনেছি।'

 

Comments