চট্টগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

আজ সোমবার ভোররাত দেড়টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের ঘাটচেক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত তৌহিদুল ইসলাম (১৮) রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকি জানান, নিহত তৌহিদুল ইসলাম মাইক্রোবাসের হেলপার ছিলেন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনায় মাইক্রোবাসের অপর ৪ যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, 'আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

Comments