কিশোরগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের ছয়সূতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের ২ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- কুলিয়ারচরের লালপুর গ্রামের মতিয়ার রহমান (৬৫) এবং ভৈরবের নূরুল ইসলাম (৬০)। অপর একজনের পরিচয় জানা যায়নি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'কুলিয়ারচর থেকে একটি অটোরিকশা ভৈরবের দিকে যাচ্ছিল। আটোরিকশাটি কুলিয়ারচরে ছয়সূতী এলাকা অতিক্রম করার সময় পেছনে থাকা একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ জনের মধ্যে ঘটনাস্থলেই ২ জন মারা যান।'

তিনি আরও বলেন, 'আহত ২ জনকে হাসপাতালের নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত আরেকজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।'

 

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

1h ago