তাড়াইলে বিএনপির কাউন্সিল নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১ আহত ৫

আবুল হাসান ওরফে রতন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হাসান ওরফে  রতন (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ রোববার উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় ও বিএনপি সূত্রে জানা যায়, আগামী বুধবার তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নিয়ে শনিবার বিকেলে সম্মেলনের কাউন্সিলরের তালিকা নিয়ে আলোচনায় বসে রাউতি ইউনিয়ন বিএনপি। এ সময় ইউনিয়ন বিএনপির  সভাপতি আবুল হাসানের সঙ্গে ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। 

এর জেরে আজ রোববার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন। 

আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসানকে মৃত ঘোষণা করেন। 

নিহত আবুল হাসানের ভাগ্নে শামীম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি খুবই দুঃখজনক। জড়িতদের বিষয়ে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি রাজনৈতিক না হয়ে পারিবারিক আক্রোশও হতে পারে।'

ওসি সোহেল মিয়া বলেন, 'বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত আবুল হাসান মারা গেছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।'

মামলার দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
 

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago