দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

পঞ্চগড়ে নৌকাডুবি: প্রতিবেদন দিতে আরও ৩ দিন সময় পেলো তদন্ত কমিটি

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় গতকাল শেষ হয়েছে। তবে, এই কমিটি এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি।
গত ২৫ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে পঞ্চগড়ের মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। ছবি: বাসস
গত ২৫ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে পঞ্চগড়ের মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। ছবি: বাসস

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় গতকাল শেষ হয়েছে। তবে, এই কমিটি এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি।

এই তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় আজ বুধবার দ্য ডেইলি স্টারকে জানান, তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৩ দিন সময় পেয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই কমিটির প্রধান আমি। কমিটির বাকি সদস্যসহ আমি নিজে উদ্ধার, আহতদের চিকিৎসা, মৃতদের সৎকারসহ মাঠ পর্যায়ের কাজে নিয়োজিত রয়েছি। তদন্ত সম্পন্ন করতে আমাদেরকে ৩ দিন সময় দেওয়া হয়েছিল। তবে, আমরা সবাই মাঠ পর্যায়ের কাজে ব্যস্ত থাকায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলা প্রশাসকের কাছে আরও ৩ দিন সময় চেয়েছিলাম।'

'জেলা প্রশাসক আমাদের আবেদন অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়ার জন্য আজ, আগামিকাল ও পরশু—এই ৩ দিন বাড়তি সময় দিয়েছেন', যোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক দ্বীপঙ্কর রায়। 

নৌকাডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের। মহালয়া উপলক্ষে একটি ধর্মসভায় যোগ দিতে উপজেলার বড়শশী ইউনিয়নে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা।

২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত ২৪ জনের মধ্যে ২৩ জনই হিন্দু। একজন মুসলিম। তারা বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। নিহতদের ১২ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ শিশু।

Comments