হাজারীবাগে লেগুনার চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় লেগুনার (হিউম্যান হলার) চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরণে সুজন মিয়া (২৬) নামে এক চালক মারা গেছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় লেগুনার (হিউম্যান হলার) চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরণে সুজন মিয়া (২৬) নামে এক চালক মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

সুজন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে লালবাগের ডুরি আঙ্গুল লেনে পরিবারের সঙ্গে থাকতেন।

সুজনকে হাসপাতালে নিয়ে যান লেগুনামালিক আনোয়ার হোসেন। তিনি জানান, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার একটি দোকান থেকে লেগুনার চাকায় হাওয়া দিচ্ছিল সুজন। সেসময় লেগুনার চাকা বিস্ফোরণ হলে তার মাথায় আঘাত লাগে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সুজনের মর্গে রাখা হয়েছে।

Comments