আড়াইহাজারে বাসের ধাক্কায় অটোরিকশা খাদে, কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

দুর্ঘটনা কবলিত বাসটি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে কলেজ শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আধুরিয়া এলাকার পাল্লা রোডের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷

দ্য ডেইলি স্টারকে হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ট্রাফিক) ওমর ফারুক জানান, দুর্ঘটনায় নিহতরা হয়েছেন আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রূপগঞ্জ উপজেলার বালিয়া মিয়াবাড়ির নাঈম মিয়ার ছেলে নাফিজ (১৭) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহেরটর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া (৫০)।

তিনি জানান, নিহত ২ জনই অটোরিকশার যাত্রী ছিলেন৷ এ ঘটনায় আরও এক নারী যাত্রী আহত হয়েছেন৷ তার নাম-পরিচয় জানা যায়নি।

ওমর ফারুক বলেন, 'আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা রোডের মাথায় যাত্রীর জন্য অপেক্ষা করছিল সিএনজিচালিত অটোরিকশাটি৷ সকাল সোয়া ৮টার দিকে ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়৷ এতে অটোরিকশাটি খাদে পড়ে ভেতরে থাকা ২ যাত্রী মারা যান৷ স্থানীয়রা অপর এক নারীকে আহত অবস্থায় উদ্ধার করেছেন৷ তবে তার নাম-পরিচয় জানতে পারিনি।'

এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন বলে জানিয়েছেন ওমর ফারুক৷

Comments

The Daily Star  | English

March revenue growth nears 10%, but no cause for cheer

The sluggish pace of tax collection by the National Board of Revenue (NBR) has heightened concerns over meeting the targets set by the International Monetary Fund (IMF), casting a shadow over the government’s fiscal performance.

9h ago