ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, শিশু আহত

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আমগ্রামে ট্রেনে কাটা পড়ে আছিরন বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা শিশু পুত্র আরিয়ান মৃধা আহত হয়।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আমগ্রামে ট্রেনে কাটা পড়ে আছিরন বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা শিশু পুত্র আরিয়ান মৃধা আহত হয়।

আজ বুধবার সকাল ৮টার দিকে দাশের বাড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল।

ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম জানান, শিশুটির মাথা ফেটে গেছে এবং ডান পায়ের গোড়ালির মাংস সরে গিয়ে হাড় বের হয়ে গেছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আছিরন বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের লিটন মৃধার স্ত্রী। লিটন-আছিরনের বড় ছেলে স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করে।

তারা আরও জানান, বেশ কিছু দিন ধরে আছিরন বেগম মানসিক রোগে ভুগছিলেন। কবিরাজের কাছে চিকিৎসা নিতে দেড় মাস আগে তিনি বাবার বাড়ি বোয়ালমারী পৌরসভার শিবপুর এলাকায় আসেন। আছিরনের বাবার নাম নাজিম উদ্দিন শেখ।

বোয়ালমারী থানার সহকারী উপপরিদর্শক মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরে পুলিশ এবং বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাজবাড়ী রেলওয়ে পুলিশ এ ব্যাপারে যাবতীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।

Comments