গুলশানে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর গুলশানের একটি ৬ তলা ভবনে লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১)।
নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর গুলশানের একটি ৬ তলা ভবনে লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১)।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গুলশান-১ এর ৭ নম্বর রোডের ওই ভবনের ৫ তলায় আগুন লাগে।

আজ বৃহস্পতিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  আগুন লাগার পর বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন। তাদের শরীরে পোড়ার কোনো চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ময়নাতদন্ত শেষে মর্গের সূত্রগুলো জানায়, ধোঁয়ার কারণে ওই দম্পতির মৃত্যু হয়েছে।

নিহত ওবায়দুলের ভাগ্নে মুক্তার হোসেন ডেইলি স্টারকে বলেন, আমার মামা এমইএস এর প্রকৌশলী ছিলেন। আমার মামাতো বোন আমেরিকায় থাকেন। তিনি আসার পর মরদেহ দাফন হবে। 

Comments