নারায়ণগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

কাভার্ডভ্যান ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে কাভার্ডভ্যান চালক মো. হৃদয় (২০) নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর পৌনে একটায় উপজেলার আড়িয়াব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভুলতা ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত হৃদয় রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী শিমুলিয়ার সাইদুলের ছেলে। ২০ বছর বয়সী ওই তরুণ কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, 'এক্সজা পেপার কাপ ইন্ডাস্ট্রিজের কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটে বিপরীত দিক থেকে আসা গাউছিয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান ও বাস সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান কাভার্ডভ্যানের চালক। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় কাভার্ডভ্যানের ভেতর থেকে তার মরদেহ বের করা হয়।'

ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে জানিয়ে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'ক্ষতিগ্রস্ত যান ২টি পুলিশের হেফাজতে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

US starts war with Iran bombing key nuclear sites

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

2h ago