করতোয়ায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ দুদিন পর উদ্ধার

নৌকায় ঘুরতে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদীতে নিখোঁজের দুদিন কলেজছাত্র মনির হোসেনের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নৌকায় ঘুরতে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদীতে নিখোঁজের দুদিন কলেজছাত্র মনির হোসেনের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে উপজেলার রূপপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনির উপজেলার সদরের রূপপুর পুরানপাড়ার মো. হারুন অর রশিদের ছেলে। হারুন পেশায় রিকশাচালক।

মৃধা আরও বলেন, মনির শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বোঝা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড।

Comments