নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় জাপা নেতা নিহত

নোয়াখালী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির (জাপা) এক নেতা নিহত হয়েছেন।

নিহত মো. আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

আজ রোববার বিকেলে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরুপাটোয়ারীর হাট এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

জেলা জাপা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু দ্য ডেইলি স্টারকে সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই সাহাব উদ্দিন বলেন, 'একটি পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দিতে মোটরসাইকেলযোগে নুরুপাটোয়ারীর হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। যাত্রাপথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান তিনি। এসময় গাছের সঙ্গে ধাক্কা লেকে মাথার পেছনের অংশে মারাত্মক আঘাত পান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, 'মাথার পেছনের অংশে আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।'

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, 'ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরববর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' 

 

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago