‘যত না হাসপাতালের জন্য কষ্ট পাচ্ছেন, তার চেয়ে বেশি ম্যানেজ হয়ে গেছেন’

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

তিন মাসের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা পরিবর্তন করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সুমন নামে পরিচিত নবনির্বাচিত এই সংসদ সদস্য আজ বৃহস্পতিবার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেনের উদ্দেশে বলেন, 'আপনারা কেউ তেমন কোনো কথা বলেননি, তাই আমি আশ্চর্য হয়েছি। সবচেয়ে বেহাল দশা আমাদের চুনারুঘাট হাসপাতালের (চুনারুঘাট হেলথ কমপ্লেক্স)।'

'আমার মনে হচ্ছে আপনারা যত না হাসপাতালের জন্য কষ্ট পাচ্ছেন, তার চেয়ে বেশি ম্যানেজ হয়ে গেছেন,' বলেন তিনি।

সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক আরও বলেন, 'হাসপাতালের দায়িত্বে আছেন আমাদের মোজাম্মেল ভাই। তিনি আমার এক বছরের বড়। আমি মোজ্জামেল ভাইকে বলব, আপনি আগামী তিন মাসের মধ্যে হাসপাতালের চেহারা বদলাবেন।আপনার ব্যাকআপ যা লাগে, সব আপনাকে দেবো।'

তিনি বলেন, 'যদি তিন মাসের মধ্যে চেহারা না বদলাতে পারেন, তাহলে আমরা দায়িত্ব নেবো। আর বিশেষভাবে চাই না ব্যক্তিগতভাবে নিজে দায়িত্ব নিয়ে চেঞ্জ করার, যেহেতু আপনি এই এলাকার।'

'আমি চাই আপনি এমনভাবে চেঞ্জ করবেন, এমন একটা ইতিহাস তৈরি করবেন, যেন মানুষ হাসপাতালের নাম নেওয়ার আগে আপনার নাম মনে রাখে,' বলেন ব্যারিস্টার সুমন।

 

Comments