সা‌ড়ে ১০ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু রুটে রেল চলাচল শুরু

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলার এলেঙ্গায় মালবা‌হী ট্রেন লাইনচ‌্যুত হওয়ার প্রায় সা‌ড়ে ১০ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু রুটে রেল চলাচল শুরু হয়েছে।
মালবাহী ট্রেন লাইনচ্যুত
টাঙ্গাইলের কা‌লিহাতী‌র এলেঙ্গায় মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সা‌ড়ে ১০ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু রুটে রেল চলাচল শুরু হয়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলার এলেঙ্গায় মালবা‌হী ট্রেন লাইনচ‌্যুত হওয়ার প্রায় সা‌ড়ে ১০ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু রুটে রেল চলাচল শুরু হয়েছে।

দুর্ঘটনায় পড়া ট্রেনটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল ৯টার দি‌কে ল‌াইনচ‌্যুত মালবা‌হী ট্রেনের ব‌গি‌টি রেললাইন থে‌কে সরানো হলে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল স্বাভাবিক হ‌য়।

এর আগে ট্রেন লাইনচ‌্যুত হওয়ায় কয়েকটি স্টেশ‌নে বেশ কয়েকটি ট্রেন আটকা প‌ড়ে। চরম দুর্ভো‌গে প‌ড়েন যাত্রীরা।

গতকাল সোমবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকাগামী মালবা‌হী ট্রেন লাইনচ‌্যুত হ‌লে বঙ্গবন্ধু সেতু রুটে ট্রেন যোগা‌যোগ বন্ধ হ‌য়ে যায়।

প‌শ্চিমাঞ্চল রেলও‌য়ের অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার লিয়াকত শরীফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'উত্তরবঙ্গ থে‌কে চালবা‌হী ট্রেন‌টি ঢাকায় যা‌চ্ছিল। কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের এক‌টি ব‌গি ৪ চাকাসহ লাইনচ‌্যুত হয়।'

'ভোররাত ৩টার দি‌কে রি‌লিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু ক‌রে। সকাল ৯টার দি‌কে ব‌গি‌টি উদ্ধার করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভা‌বিক,' যোগ করেন তিনি।

Comments