৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুত মালবাহী ট্রেনের দুটি বগি পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
নাটোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
আজ বুধবার নাটোরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের ‍দুটি বগি লাইনচ্যুত হয় | ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুত মালবাহী ট্রেনের দুটি বগি পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী) নূর মোহাম্মদ ডেইলি স্টারকে বলেন, 'আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুলপুরে দিনাজপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। পরে বিকেল ৫টায় রেল চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।'

এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।

 

Comments