কক্সবাজারে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাছে বানিয়ারছড়ার কবিরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাইফুল ইসলাম কৈয়ারবিল ইউনিয়নের বনচিরি আবাসন এলাকার মোস্তফিজুর রহমানের ছেলে।

সাইফুলের পরিবারের সদস্যরা দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৭টার দিকে বানিয়ারছড়া এলাকায় সাইফুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বনবিভাগকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তারা আরও জানান, ধারণা করা হচ্ছে, গভীর রাতে বন্য হাতির আক্রমণে সাইফুলের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ডেইলি স্টারকে বলেন, 'সাইফুলের মরদেহ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়ায় মরদেহ আজ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যু বন্য হাতির আক্রমণে হয়েছে বলে জানা গেছে।'

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago