তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেন রেলওয়ে কর্মীরা। ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তেলবাহী রেল গাড়িটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

খুলনা রেল ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'তেলের গাড়ির পেছনের গার্ড বগির ৪ চাকা লাইনচ্যুত হয়েছে। আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। লাইনটি ঠিক করে সারা দেশের সঙ্গে পুনরায় রেল সংযোগ স্থাপনের চেষ্টা করছি।'

'সাগরদাঁড়ি আজ চলছে না, শুধু বেনাপোল থেকে খুলনাগামী ট্রেন 'বেতনা' যেটি ৫টার সময় ছেড়ে আসে সেটি চলাচলে প্রতিবন্ধকতার সম্ভাবনা আছে। কিন্তু আমরা আশা করি এর ভেতর লাইন ক্লিয়ার করতে পারব', বলেন তিনি।

শুধু বেনাপোলগামী ট্রেন খুলনা রেল স্টেশনে আটকা পড়েছে বলে তিনি জানান।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযোগ চালাচ্ছে। 

Comments