তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সাঈদ আব্দুল্লাহ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাঈদ বিজ্ঞান কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
সাঈদ আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সাঈদ আব্দুল্লাহ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাঈদ বিজ্ঞান কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

আজ বুধবার আনুমানিক বেলা ১১টার দিকে তেজগাঁও রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, তেজগাঁও রেলস্টেশন এলাকায় হেঁটে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আব্দুল্লাহ সাঈদ নামে ওই শিক্ষার্থী মারা যান। 

তিনি আরও জানান, সাঈদের বাড়ি কক্সবাজারে। এ বছর তিনি বিজ্ঞান কলেজে থেকে উচ্চ মাধ্যমাক পরীক্ষা দিয়েছেন। থাকতেন ওই কলেজের হোস্টেলে।

এসআই আরও জানান, নিহতের পূর্ণাঙ্গ পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments