বাসের ধাক্কায় পিকআপ উল্টে তরুণ নিহত

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় পিকআপ উল্টে মো. জিহাদ (১৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পুরিন্দা পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভুলতা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত মো. জিহাদ কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি গ্রামের মোহাম্মদ আলমগীরের ছেলে বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক ওমর ফারুক বলেন, 'সিলেটগামী একটি বাস আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। মালামালের সঙ্গে থাকা জিহাদ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।'

তিনি আরও বলেন, 'ঘটনাস্থল থেকে বাসের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু'টি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

10h ago