দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ বাংলাদেশি নিহত, আহত ২

দক্ষিণ আফ্রিকা
গুগল ম্যাপ থেকে নেওয়া

দক্ষিণ আফ্রিকায় এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে দেশটির রাজধানী প্রিটোরিয়া থেকে ১ হাজার কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা শাখার মহাপরিচালক তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-আবুল হোসেন (৪৫), তার ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। তারা সবাই ফেনী সদর ও দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন-দাগনভূঁইয়ার আনিসুল হক মিলন (৩৮) ও গোপালগঞ্জের নাহিদ আহমেদ (৩৫)।

তারিকুল ইসলাম বলেন, 'দুর্ঘটনায় গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।'

মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে, কারণ আইনি প্রক্রিয়ায় মরদেহ পাঠাতে হবে।'

তিনি আরও বলেন, 'নিহত ও আহতরা ব্যবসা,বা চাকরি করতেন কি না, বিষয়গুলো আমাদের পরীক্ষা করতে হবে। এগুলো জেনে আমরা মরদেহ পাঠানোর ব্যবস্থা করব। এছাড়াও, পরিবারের সম্মতিও প্রয়োজন।'

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago