গুলিস্তানের ভবনটি ‘স্ট্যাবল’ করবে রাজউক

আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শামসুদ্দিন আহমেদ।

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি স্ট্যাবল (স্থিতিশীল) করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী।

তিনি বলেন, 'ক্যাফে কুইন ভবনটি ভাঙতে হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হবে। তবে ভাঙতে হলেও ঝুঁকিপূর্ণ ভবনটি স্ট্যাবল করতে হবে। ভবনের সামনের রাস্তাটি খুলে দেওয়ার জন্যও তা জরুরি। স্থিতিশীল করার কাজ আজ শুরু করলে আগামীকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা।'

আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শামসুদ্দিন আহমেদ। ক্ষতিগ্রস্ত ভবনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজউক গঠিত কারিগরি কমিটির আহ্বায়ক তিনি।

শামসুদ্দিন আহমেদ বলেন, 'ভবনের কলামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তা ভবনের ভার নিতে পারছে না৷ কলামগুলোকে আলাদা করে সাপোর্ট দেওয়া হবে, যাতে ভার নিতে পারে৷ স্থিতিশীল করার পর ডিটেইল অ্যাসেসমেন্ট করা হবে। সেখানে বোঝা যাবে, ভবনটি ভেঙে ফেলতে হবে নাকি রেট্রোফিটিং করে ব্যবহার উপযোগী করা যাবে।'

Comments