গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৭, আহত অন্তত ১০০

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। 
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে বিস্ফোরণে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী।

ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক আনোয়ারুল হক বলেন, কুইন টাওয়ার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ৫ তলা ভবনের ৪টি ফ্লোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ১১টি ইউনিট কাজ করে বলে জানান তিনি।

বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে মৃত অবস্থায় ১১ জন। বাকিরা হাসপাতালে আনার পর মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ভবনের সবগুলো তলায় জানালার কাঁচ উড়ে গেছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, এখনো আহত রোগী হাসপাতালে আসছেন। আহতদের যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায় সে জন্য আমরা কাজ করছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago