ছবিতে গুলিস্তানে বিস্ফোরণ পরবর্তী অবস্থা

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।
দুর্ঘটনাস্থলে স্বজন ও উৎসুক জনতার ভিড়। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক আনোয়ারুল হক বলেন, কুইন টাওয়ার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ৫ তলা ভবনের ৪টি ফ্লোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছবিতে দুর্ঘটনা পরবর্তী অবস্থার কিছুটা তুলে ধরা হলো।

সিদ্দিকবাজারে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রাশেদ সুমন/স্টার
সিদ্দিকবাজারে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রাশেদ সুমন/স্টার
বিধ্বস্ত ভবন থেকে মরদেহ বের করে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আনিসুর রহমান/স্টার
বিস্ফোরণে আহত একজনকে রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রাশেদ সুমন/স্টার
স্বজনের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড়। ছবি: রাশেদ সুমন/স্টার
কাতারপ্রবাসী সুমনের মরদেহ জোর করে নিয়ে যায় স্বজন-বন্ধুরা। ছবি: মুনতাকিম সাদ/স্টার
নিহতদের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন স্বজন। ছবি: রাশেদ সুমন/স্টার
নিহতদের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন স্বজন। ছবি: রাশেদ সুমন/স্টার
বড় ভাইকে খুঁজতে মা ও দাদির সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে ১১ বছরের হুসেন। ছবি: মুনতাকিম সাদ/স্টার
লিটন হোসেন
বিস্ফোরণে যাত্রীসহ রিকশা নিয়ে উল্টে পড়ে যান রিকশাচালক লিটন হোসেন। ছবি: শাহীন মোল্লা/স্টার

Comments