মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার চকশ্যামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আনসার সদস্য রাইদুল ইসলাম ও দারিয়াপুর গ্রামের বিজন হোসেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আজমল হোসেন নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, ভোর ৬টার দিকে আনসার সদস্য রাইদুল নিজ বাড়ি থেকে কর্মস্থল মেহেরপুর শহরে যেতে তার আত্মীয় বিজনকে নিয়ে মোটরসাইকেলে রওনা হন। মোটরসাইকেলটি চকশ্যামনগরের একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে ধানের জমিতে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ সময় ঘটনাস্থলে কেউ ছিলেন না।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে সকালে পথচারীরা হাঁটতে গিয়ে ২ জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago