রুমায় যাত্রীবাহী মিনি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত অন্তত ৬

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন
স্টার অনলাইন গ্রাফিক্স

বান্দরবানের রুমা উপজেলার বগালেকে যাত্রীবাহী ১টি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেক ট্রাককে ধাক্কা দিলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

আজ সোমবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নিয়ে আসার পথে ২ জন মারা গেছেন।

রুমা ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈ বং মারমা দ্য ডেইলি স্টারকে জানান, নিহতরা সবাই রুমা রেমাক্রী প্রাংসা ইউনিয়নে থাইক্ষ্যং পাড়া নিবাসী এবং বম সম্প্রদায়ের।

নিহতদের মধ্যে একই পরিবারের ২ বোন আছে বলে জানা গেছে।

আহত ১১জন আহত জনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি আলমগীর হোসেন জানান, রুমার রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের রুমানা, সিত্লাংপি ও থাইক্ষ্যং পাড়া থেকে যাত্রী নিয়ে রুমা বাজারে যাওয়ার পথে ঢালু রাস্তায় একটি মিনি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে ২টি মিনি ট্রাকই খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালকসহ অন্তত ৪ জন নিহত ও আরও অন্তত ১২ জন আহত হন।

Comments