মালিবাগে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

মালিবাগে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। 
ছবি: ফেসবুক লাইভ থেকে নেওয়া

রাজধানীর মালিবাগ রেলগেটে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। 

বুধবার রাত ৯টা ১০ মিনিটে এ ঘটনা ঘটেছে।

রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি। 

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস একটি বাসকে ধাক্কা দেয়।'

এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। 

দুর্ঘটনাকবলিত বাসটি সোহাগ পরিবহনের ছিল। সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল ডেইলি স্টারকে জানান, ক্রসিংয়ের গেইট বন্ধ ছিল না। বাসটি প্রায় ক্রসিং পার হয়ে গিয়েছিল। বাসের পেছন অংশে ট্রেনটির ধাক্কা লাগে। সেসময় বাসে কোনো যাত্রী ছিল না। ট্রেনের গতি কম ছিল। 

 

Comments

The Daily Star  | English

Death toll jumps to 120 in Odisha train collision

The death toll from a multiple train collision in eastern India has risen to at least 120 people, with more than 850 others injured and many more feared trapped in the wreckage, officials said early Saturday

5h ago