গাজীপুর

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ল টিনশেড ঘরে, শিশু নিহত

গাজীপুরে ভবনের দেয়াল ধস
গাজীপুর মহানগরের কোনাবাড়ী (জরুন) এলাকায় নির্মাণাধীন ৫তলা ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে পাশের টিনশেড ঘরে পড়লে এক শিশু নিহত হয়। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী (জরুন) এলাকায় নির্মাণাধীন ৫তলা ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে পাশের টিনশেড ঘরে পড়লে এক শিশু নিহত হয়। এতে আহত হয়েছেন ৩ জন।

আজ শুক্রবার ভোররাত পৌনে ১টায় জরুন (হাজির ইটখোলা) সংলগ্ন ফারুক আহমেদের মালিকানাধীন ওই ভবনের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুশফিক (৪) রাজশাহী জেলার বাঘমারা উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে।

এ ঘটনায় শিশুর মা মুক্তা বেগম (৩৫) আহত হয়েছেন।

আহতদের মধ্যে আরও আছেন—পটুয়াখালী সদর উপজেলা এলাকার জাহিদুল ইসলাম (২৮) ও টাঙ্গাইলের হোসেন (৩০)।

স্থানীয়রা গুরুতর আহত মুক্তা বেগম ও হোসেনকে উদ্ধার করে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠান এবং জাহিদুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল ডেইলি স্টারকে বলেন, 'কোনাবাড়ীর জরুনে (হাজির ইটখোলা) ৫তলা ভবনের নির্মাণ কাজ চলছে। মধ্যরাতে বৃষ্টির সময় ১৫ ফুট উঁচু দেয়াল পাশের বাচ্চু খানের টিনশেড বাড়ির ওপর ধসে পড়ে। সেসময় পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের ২ ইউনিটের কর্মীরা ধসে পড়া দেয়ালের নিচ থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেন।'

'তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে শিশু মুশফিক মারা যায়,' যোগ করেন তিনি।

'ওই বাড়ির ১৮ কক্ষ ক্ষতি হয়' উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নির্মাণাধীন ভবন মালিক ফারুক আহমেদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

12m ago