বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাবির পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল সংলগ্ন পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।
ফজলুল হক মুসলিম হল, বঙ্গবাজার, বঙ্গবাজারে আগুন,
আগুন নিয়ন্ত্রণে ১২টা পাইপ দিয়ে পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। ছবি: শাহীম মোল্লা/স্টার

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল সংলগ্ন পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়াস সার্ভিসের সূত্র ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ১২টা পাইপ দিয়ে ঢাবির ফজলুল হক মুসলিম হল সংলগ্ন পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে।

এর আগে, আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬.১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত অর্ধশতাধিব ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর শুনে দোকানের মালিক ও কর্মচারীরা সেখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নির্বাপনে কাজ করছেন। আশাপাশের অনেক দোকানদার তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সকাল থেকে ধোঁয়ায় পুরো আকাশ কালো হয়ে যায়। এসময় পোশাক ব্যবসায়ীদের হতাশ হয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়।

Comments